বিআইসিএম-বিএএসএমের কাছে আইডিয়া চায় বিএসইসি

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) কাছে তাদের গবেষণাকাজের মাধ্যমে পুঁজিবাজারের জন্য নিত্যনতুন উদ্ভাবনী পণ্যের আইডিয়া চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিআইসিএম ও বিএএসএমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘ইনেভস্টর রেজিলেন্স অ্যান্ড সাসটেইনেবল ফাইন্যান্স’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গতকাল এ আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।ভার্চুয়াল মাধ্যমের বক্তব্যে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ইনেভস্টরদের রেজিলেন্স ও সাসটেইনেবল ফাইন্যান্স নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। আমরা নতুন কিছু বন্ড ও ইনোভেটিভ প্রডাক্ট নিয়ে কাজ করছি। বিআইসিএম ও বিএএসএমকেও তাদের গবেষণাকাজের মাধ্যমে বাজারে নিত্যনতুন উদ্ভাবনী পণ্যের আইডিয়া দেয়ার নির্দেশ দেন তিনি।