বিআইএসডিএপের সাথে ই-জেনারেশনের চুক্তি

Date: 2023-05-22 17:00:16
বিআইএসডিএপের সাথে ই-জেনারেশনের চুক্তি
বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিআইএসডিপি) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, চুক্তি অনুযায়ী ই-জেনারেশন বাংলাদেশ ইন্স্যুরেন্স অর্থরিটির জন্য “ডাটা সেন্টার প্রজেক্ট” স্থাপন করবে। এতে ১৫০ মিলিয়ন টাকা ব্যয় ধরা হয়েছে।এই প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে প্রতিনিধিত্ব করছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অর্থরিটি (আইডিআরএ)।

Share this news