বেস্ট হোল্ডিংসের আইপিও করতে বড় বিনিয়োগকারীদের চাহিদা বেশি

Date: 2024-01-16 00:00:09
বেস্ট হোল্ডিংসের আইপিও করতে বড় বিনিয়োগকারীদের চাহিদা বেশি
শেয়ার বাজারের বড় বিনিয়োগকারীরা বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন করছেন লাখ লাখ টাকার। বহুদিন পরে বেস্ট হোল্ডিংসের আইপিও নিয়ে একটি সাড়া পড়েছে। এভাবে সারা পড়েছিল ২০০৯ সালে গ্রামীণফোনের আইপিও নিয়ে। তখন বহু বিনিয়োগকারী নতুন বিও একাউন্ট খুলে গ্রামীণফোনের আইপিও আবেদন করার জন্যই বাজারে ডুকে ছিল। অবশ্য গ্রামীন ফোনের চেয়ে মৌলভিত্তিক দিক দিয়ে বেস্ট হোল্ডিংসের মান কম। তারপর ও বেশ কিছু নতুন বিনিয়োগকারী বাজারে আইপিওর মাধ্যমে আসা ভালো দিক।বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদনের বিষয়ে বেশ কয়েকটি হাউজের অফিসে ফোন করে জানা গেল তুলনামূলক ছোট বিনিয়োগকারীরা আবেদন করছেন না, তবে বড় বিনিয়োগকারীরা আবেদন করছেন। একজন হাউজ ব্রাঞ্চ ম্যানেজার জানালেন একজন বড় বিনিয়োগকারীর ১৫ লাখ টাকার আইপিও করা মানে ১০,০০০ টাকা হিসাবে ১৫০ আইপিওর সমান। আমার কাছে ৩ জন বড় বিনিয়োগকারী ৫ টি বিওতে ১৫ লাখ টাকা করে আবেদন করবেন, তাহলে দেখা গেল ছোটরা না করলে ও তুলনামূলক ভাবে আইপিও বেশি হচ্ছে। উক্ত ৫ জনের আইপিও করাতে ১০,০০০ টাকা হিসাবে ৭৫০ আইপিওর সমান হচ্ছে। এছাড়াও তিনি জানান কেউ কেউ কেউ ৫০ হাজার থেকে ১, ২, ৩ লাখ টাকার চেক জমা দিচ্ছেন।বেস্ট হোল্ডিং নিয়ে মোট ১১ টি হাউজের সাথে কথা বলে জানা গিয়েছে তুলনামূলক ছোট বিনিয়োগকারীরা এই কোম্পানির আবেদন কম করছেন।কেন আবেদন করছেনা, এ বিষয়ে জানতে চাইলে বেশির ভাগ হাউজের প্রতিনিধিরাই জানান তাদের ধারণা কোম্পানিটি সেকেন্ডারি বাজারে ফ্লোর প্রাইজে আটকে যাবে তাই তারা আবেদন করছেন না।উল্লেখ্য, বেস্ট হোল্ডিং হোল্ডিংসের আবেদন করতে এবং রাজনৈতিক অস্থিরতা নির্বাচনের পরে বহুলাংশে কমে যাবে এমন আভাসে গত ১ মাসে নতুন বিও একাউন্ট করে বহু বড় বিনিয়োগকারী বাজারে আসার খবর নিঃসন্দেহে শেয়ার বাজারের জন্যে ইতিবাচক দিক।এই বিষয় নিয়ে একজন বাজার সংশ্লিষ্ট অভিজ্ঞ বিশ্লেষকের সাথে টেলিফোনে আলাপকালে তিনি জানান বাজারে ভালো ব্রান্ডের কিছু কোম্পানি তালিকাভুক্ত করা গেলে বাজারের প্রতি মানুষের চাহিদা বাড়তো। নতুন করে বড় বড় বিনিয়োগকারী আসতো। তিনি আরও জানান বাজারে নামসর্বস্ব কোম্পানি তালিকাভুক্ত না করে ব্রান্ডের ভালো কোম্পানিগুলিকে রাস্ট্রীয় সুবিধা দিয়ে ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসতে পারলে বাজারের ভিত্তি শক্ত হত এবং বাজারে নতুন নতুন বিনিয়োগকারী আসত।

Share this news