বেড়েছে যতো শেয়ার, কমেছে তার পাঁচগুণ

Date: 2022-09-11 05:39:27
বেড়েছে যতো শেয়ার, কমেছে তার পাঁচগুণ
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার শেয়ারবাজারে যতোগুলো কোম্পানির দর বেড়েছে, কমেছে তার প্রায় পাঁচগুণ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন হয়েছে ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছে মাত্র ৪৫টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯টির। অর্থাৎ শেয়ারদর বেড়েছে মাত্র সোয়া ১৭ শতাংশ প্রতিষ্ঠানের। আর কমেছে ও অপরিবর্তিত রয়েছে প্রায় ৮৩ শতাংশ প্রতিষ্ঠানের।বাাজার পর্যালোচনায় দেখা যায়, গেল সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে সূচক কমেছিল ৭৬ পয়েন্ট। তবে পরের তিন কার্যদিবসে সূচক বেড়েছে ১২৮ পয়েন্ট। সপ্তাহশেষে ডিএসইতে সূচক যোগ হয়েছে ৫২ পয়েন্ট।তবে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের প্রথমভাগে সূচকের বড় উত্থান দেখা গেলেও দিনশেষে সূচকের উত্থান স্থির হয় ১২ পয়েন্টে। সেদিনই বাজারে আভাস মিলেছিল বড় বিনিয়োগকারীরা বাজার থেকে মুনাফা তুলতে শুরু করেছেন। ফলে বাজার সংশোধন অনিবার্য হয়ে দেখা দিতে পারে।সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার আজ সে আভাস সত্যে পরিণত হয়েছে। আজ ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হলেও ২০ মিনিটের মাথায় নেতিবাচক প্রবণতায় মোড় নেয় বাজার। এরপর দিনভর চলে উত্থান-পতনের খেলা। শেষ বেলায় দেখা যায় বড় বিনিয়োগকারীদের মুনাফা তোলার বড় চাপ। সূচক এক টানে নেমে যায় ৩৪ পয়েন্টের নিচে। যদিও শেষ দিকে সেল প্রেসার কিছুটা কম থাকায় সমন্বয়ের কারণে সূচকের পতন কিছুটা কমে। লেনদেনশেষে সূচকের পতন স্থির হয় প্রায় পৌণে ২২ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে ১৮৬ কোটি ২০ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ টাকার।আজ লেনদেনের শীর্ষে থাকা দুই কোম্পানি ডাবল সেঞ্চুরী হাঁকিয়েছে। কোম্পানি দুটি হলো বেক্সিমকো লিমিটেড ও ওরিয়ন ফার্মা। বেক্সিমকো লিমিটেডের লেনদেন হয়েছে ২৫১ কোটি ৫৭ লাখ টাকার এবং ওরিয়ন ফার্মার ২০১ কোটি ২৫ লাখ টাকার। লেনদেনে এই দুই কোম্পানির বড় উল্লম্ফনের পরও আজ আগের দিনের চেয়ে লেনদেনে পিছু হটেছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, গেল সপ্তাহ ও তার আগের সপ্তাহ ছিল ওরিয়ন গ্রুপের শেয়ারের তুমুল তোড়জোড়। ওই দুই সপ্তাহে ওরিয়ন গ্রুপের চার শেয়ার বেড়েছে ইচ্ছেমতো। দিনের পর দিন এই চার কোম্পানির শেয়ার ক্রেতা সংকটে পড়ে হল্টেড থেকেছে। সপ্তাহের শেষ দুই কার্যদিবসে যুক্ত হয়েছে বেক্সিমকো গ্রুপের শেয়ার। এই দুই গ্রুপের শেয়ারেই যেন বিনিয়োগকারীদের সব আগ্রহ। অন্যান্য সব শেয়ার অনাগ্রহের তালিকায় ছিটকে পড়েছে।আজ রোববারও ওরিয়ন ও বেক্সিমকো গ্রুপের শেয়ারই ছিল তোড়জোড়ের শীর্ষে। চোখ ধাঁধানো লেনদেনের সঙ্গে দর বৃদ্ধির মহোৎসব। আজও দর বৃ্দ্ধির শীর্ষ তালিকায় বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর ও বেক্সিমকো লিমিটেড এবং ওরিয়ন গ্রুপের কোহিনূর কেমিক্যাল সগর্ভে স্থান নিয়েছে। তবে আজ ওরিয়ন গ্রুপের বিকন ফার্মা আজ দর পতনের শীর্ষে নেমে এসেছে। এক পর্যায়ে কোম্পানিটির শেয়ার ক্রেতা সংকটের কবলেও ছিল।রোববারের বাজার পরিস্থিতি:ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ১২.৫৫ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬০.০১ পয়েন্টে।ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৭৬.১৭ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৯৭ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪১.২৪ পয়েন্টে।টাকার পরিমাণে ডিএসইতে আজ লেনদেন এক হাজার ৮৭৭ কোটি ৭৬ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩২৩ কোটি ৫৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার।আজ ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭২ টির বা ১৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৮টির বা ৪৯.৬০ শতাংশের এবং ১১৯টির বা ৩১.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮২.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৯.৪৬ পয়েন্টে।এদিন সিএসইতে ২৭৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির দর বেড়েছে, কমেছে ১৪০টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ২৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news