বেক্সিমকোর অবদানে শেয়ারবাজারে সুবাতাসের ইঙ্গিত

Date: 2023-01-26 04:00:19
বেক্সিমকোর অবদানে শেয়ারবাজারে সুবাতাসের ইঙ্গিত
বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো শেয়ারবাজারের উত্থান পতনে সব সময়ই বড় ভুমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন ধরে এই গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারদর ফ্লোর প্রাইস বা তার আসে পাশে অবস্থান করছে। যার কারণে ঝিমিয়ে চলেছে শেয়ারবাজারও। বিনিয়োগকারীরা মনে করছেন শেয়ারবাজার বর্তমান অবস্থান থেকে বের হতে হলে বেক্সিমকো গ্রুপের শেয়ারগুলোর উত্থানের মাধ্যমে তা সম্ভব। তার জন্য প্রয়োজন বেক্সিমকো লিমিটেডের উত্থান।গত কয়েকদিন তারই ইঙ্গিত দিচ্ছে বেক্সিমকো লিমিটেড। গত কয়েকদিন ধরেই এই গ্রুপের মাদার কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ব্লক মার্কেটে বড় বড় লেনদেন হতে দেখা গেছে। তারই আলোকে সূচক ও লেনদেনে উর্ধ্বমূখী ছিল শেয়ারবাজারে। আজ সপ্তাহের শেষ কাযদিবসও বেক্সিমকো লিমিটেডের ব্লক মার্কেট ও মূল মার্কেটে বড় লেনদেন হতে দেখা গেছে। যার অবদানে শেয়ারবাজারও ছিল উর্ধ্বমূখী।আজ বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর না বাড়লেও লেনদেনে শীর্ষ দশে উঠে এসেছে কোম্পানিটি। কোম্পানিটির এমন উর্ধ্বমূখী আচরণ শেয়ারবাজারের উত্থানের ইঙ্গিত দিচ্ছে! বেক্সিমকোর লেনদেনের এমন উর্ধ্বগতি শেয়ারবাজারের জন্য সুবাতাসের ইঙ্গিত দিচ্ছে?প্রশ্ন সাধারণ বিনিয়োগকারীদের।জানা গেছে, আজ বেক্সিমকো লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকায় ১২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দশম স্থান দখল করেছে। অন্যদিকে ব্লক মার্কেটে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৬ লাখ টাকার। যা ব্লক মার্কেটের মোট লেনদেনের ৩৮ শতাংশ।এছাড়াও, বেক্সিমকো লিমিটেডের গেলো কয়েকদিন ধরেই ব্লক মার্কেটে বড় আকাঁরের লেনদেন হয়েছে। বেক্সিমকোর এমন বড় লেনদেন কোম্পানিটির বিনিয়োগকারীদের শেয়ারবাজারে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

Share this news