বেক্সিমকোর ৪০০ কোটি টাকার শেয়ার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৫ হাজার ৪৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৮ দশমিক ৬৩ শতাংশ বা ২ হাজার ১১৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৪২২টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৪০৪ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৭ দশমিক ৩৮ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ দশমিক ১৯ শতাংশ।