বেক্সিমকো ফার্মা পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

Date: 2023-04-10 21:00:18
বেক্সিমকো ফার্মা পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পূর্বঘোষণা অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের করপোরেট পরিচালক নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটির ৪০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছে। তালিকাভুক্ত এ কোম্পানির আরেক করপোরেট পরিচালক আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার কেনা হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।১৯৮৬ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪৬ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের রয়েছে ৩ হাজার ৮৬ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪৪ কোটি ৬১ লাখ ১২ হাজার ৮৯। এর মধ্যে ৩০ দশমিক ১৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৫৬, বিদেশী বিনিয়োগকারী ২৮ দশমিক ৯৪ ও বাকি ১৭ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।ডিএসইতে গতকাল বেক্সিমকো ফার্মার শেয়ার ১৪৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৪০ টাকা ৭০ ও ১৯৪ টাকা ৯০ পয়সা।

Share this news