বেক্সিমকো-এস আলমের মতো প্রতিষ্ঠানের ফাঁকা ব্যালান্সশিটে ঋণ দেওয়া হয়েছে

Date: 2024-11-30 04:00:10
বেক্সিমকো-এস আলমের মতো প্রতিষ্ঠানের ফাঁকা ব্যালান্সশিটে ঋণ দেওয়া হয়েছে
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, বেক্সিমকো এবং এস আলমের মতো প্রতিষ্ঠানের ফাঁকা ব্যালান্সশিটে ব্যাংকগুলো ঋণ দিয়েছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত র‍্যাপিড ট্রানজিশন টু রিনিউয়েবলস: রোল অফ ডমেস্টিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা এ কথা বলেন।জ্বালানি উপদেষ্ট বলেন, ব্যাংকগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যালান্সশিট দেখে ঋণ অনুমোদন করে। অ্যাসেট (সম্পদ) বিশেষ দেখে না। আর সিদ্ধান্ত নেয় লাঞ্চ ও ডিনারে বসে। বেক্সিমকো এবং এস আলমদের ক্ষেত্রে ব্যালান্সশিট দেখে ঋণ অনুমোদন করা হয়েছে; অ্যাসেট দেখা হয়নি। ফলে এখন তাদের অ্যাকাউন্টে কিছু পাওয়া যাচ্ছে না; সবই ফাঁকা।ফাওজুল কবির বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তাদের মতো সাধারণ উদ্যোক্তারা এ ধরনের লাঞ্চ বা ডিনারে যেতে পারেন না। ফলে তাদের জন্য ঋণ পাওয়া সহজ হয়না। ব্যাংকগুলোকে সম্পদ বিবেচনা করে ঋণ অনুমোদন করার পরামর্শ দেন উপদেষ্টা।জ্বালনি উপদেষ্টা আরো বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের নতুন নীতিমালা করা হচ্ছে। সেখানে প্রকল্পের জমি, আন্তঃসংযোগ ব্যবস্থা সরকার দেবে। উদ্যোক্তারা শুধু প্লাগ অ্যান্ড প্লে করবেন। রেল, সড়কসহ সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি নবায়নযোগ্য জ্বালানির জন্য ব্যবহার করার চেষ্টা চলছে। তবে নবায়নযোগ্য জ্বালানি খাতের ইক্যুইপমেন্টে আমদানি শুল্ক কমানো হবে না। স্থানীয় পর্যায়ে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে তোলার জন্য সরকার এ খাতে শুল্ক রাখবে বলে জানান তিনি।

Share this news