বীমাতে ভর করে হেসেছে শেয়ারবাজার

Date: 2022-10-27 01:00:21
বীমাতে ভর করে হেসেছে শেয়ারবাজার
দেশেল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। বেড়েছে আগের দিনের তুলোনায় লেনদেনও। শেয়ারবাজারের এমন উর্ধ্বমূখী প্রভনতার নেপথ্যে ছিলো বিমা খাত। আজ বিমা খাতে ভড় করেই হেঁসেছে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৫১টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে মাত্র ৭৩টি কোম্পানির। এই ৭৩টি কোম্পানির মধ্যে বিমা খাতেরই রয়েছে ২২টি। যা ডিএসইর শেয়ারদর বৃদ্ধি পাওয়া মোট কোম্পানির ৩০ শতাংশের বেশি। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৭৭.৯৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৪৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০২.৪৯ পয়েন্টে এবং দুই হাজার ২৬৫.৮১ পয়েন্টে।ডিএসইতে আজ এক হাজার ৯৪ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৭৬ কোটি ৪৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬১৮ কোটি ৫০ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৩টির, শেয়ার দর কমেছে ৫৯টির এবং ২১৯টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৭.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৫.৭২ পয়েন্টে। সিএসইতে আজ ২৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দর বেড়েছে, কমেছে ৪৭টির আর ১৫০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news