বে লিজিংয়ের লভ্যাংশ বিভ্রান্ত করবে বিনিয়োগকারীদের!

Date: 2022-09-27 23:00:14
বে লিজিংয়ের লভ্যাংশ বিভ্রান্ত করবে বিনিয়োগকারীদের!
সমাপ্ত ২০২১ হিসাববছরে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ‘বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড’। কোম্পানিটি শেয়ার প্রিমিয়াম থেকে এ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে বলে জানিয়েছে। একই সঙ্গে কোম্পানিটির সমাপ্ত হিসাববছরে শেয়ারপ্রতি লোকসানে রয়েছে। তাই কোম্পানিটির এ ঘোষণাকৃত বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করবে বলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।সম্প্রতি এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে ও মন্তব্য করে বিএসইসির কাছে চিঠি পাঠিয়েছে ডিএসই। চিঠিতে এ বিষয়ে বিএসইসির নজরদারি চেয়েছে ডিএসই। এর আগে আলোচিত হিসাববছরের মুনাফা নিয়ে গরমিল করে কোম্পানিটি। পরে এ বিষয়ে প্রশ্ন উঠলে বিএসইসির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।বোনাস লভ্যাংশের বিষয়ে ডিএসইর চিঠিতে বলা হয়েছে, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৯১তম সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।এ বিষয়ে ডিএসইর প্রশ্নের জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোম্পানি শেয়ার প্রিমিয়াম থেকে উপরোক্ত বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কিন্তু কোম্পানির উপরোক্ত পদক্ষেপটি ২০২১ সালের ৩০ জুন বিএসইসির জারি করা একটি নির্দেশনার ধারা ২(বি)-এর পুরোপুরি অনুসরণ হয়নি বলে জানিয়েছে ডিএসই। যেখানে বলা হয়েছে, মুনাফা বা বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেয়ার পর যে আয় থাকে যাকে সঞ্চিত আয় বলে সেটা থেকে কোম্পানি এই ধরনের বোনাস লভ্যাংশ বা বোনাস শেয়ার ঘোষণা করতে পারবে।এ বোনাস লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পিএসআইয়ের ঘোষণা অনুযায়ী ডিএসই তথ্য জানায়। উল্লেখ্য, কোম্পানির সঞ্চিত আয় এবং চলতি বছরের মুনাফা উভয়ই নেতিবাচক এবং এ ধরনের ঘোষণা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে বলে জানায় ডিএসই। তাই এ বিষয়ে বিএসইসির নজর চেয়েছে ডিএসই।বাজারসংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটি ২০০৯ সালে তালিকাভুক্ত হয়েছে। সে সময় কোম্পানিটি শেয়ারপ্রতি যে প্রিমিয়াম নিয়েছে সে আয় এখনও কীভাবে তাদের কাছে থাকে। সেটা তো বিনিয়োগ হয়ে যাওয়ার কথা। অথচ ১১ বছর পর এসে কোম্পানিটি সেই প্রিমিয়াম থেকে বোনাস লভ্যাংশ ঘোষণা করে।এদিকে কোম্পানিটি আবার একই হিসাববছরের মুনাফা বা আয় নিয়ে গরমিল করেছে। তাহলে কোম্পানির এ কার্যক্রম তো নিশ্চিতভাবেই বিনিয়োগকারীদের ক্ষতি করছে।ডিএসই’র চিঠির বিষয়টি সঠিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে তারা বলেন, ডিএসই যেমন তাদের এ কারসাজির বিষয় নজরে এনেছে, ঠিক তেমনি বিএসইসির উচিত কোম্পানিটির বিষয়গুলো কঠোর নজরদারিতে আনা এবং কোম্পানির এ ধরনের গরমিল হিসাব এবং বিনিয়োগকারীদের ক্ষতির উদ্দেশ্য বাতিল করে কঠিন শাস্তি দেয়া। প্রিমিয়াম থেকে বোনাস লভ্যাংশ ঘোষণার বিষয়ে জানতে কোম্পানিটির সচিব শারমিন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শেয়ার বিজকে কোনো ব্যাখ্যা দিতে পারেননি এবং অফিস সময়ে যোগাযোগ করতে বলেন।এদিকে চিঠির বিষয়ে নিশ্চিত করে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. সাইফুর রহমান মজুমদার শেয়ার বিজকে বলেন, কোম্পানিটি সমাপ্ত ২০২১ হিসাববছরে প্রিমিয়াম আয় থেকে বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। তালিকাভুক্তির আইনে প্রিমিয়াম আয় থেকে বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারার বিষয়ে বলা আছে। কিন্তু কোম্পানিটি তালিকাভুক্তির সময় যে প্রিমিয়াম নিয়েছে তা বিনিয়োগ হয়ে গেছে, না তাদের কাছে এখনও কী পরিমাণ আছে সে বিষয়ে জানায়নি। এছাড়া বিএসইসির জারি করা নির্দেশনাও পুরোপুরি অনুসরণ হয়নি। তাই বিষয়টি বিএসইসির নজরে আনার জন্য চিঠি দেয়া হয়েছে বলে তিনি জানান। এর আগে চলতি মাসেই বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০২১ সালের ব্যবসায় প্রান্তিকগুলোর আর্থিক হিসাবে অস্বাভাবিক উত্থান-পতনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। এ লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেনÑউপপরিচালক কাজী মো. আল-ইসলাম এবং সহকারী পরিচালক মো. কাউসার আলী ও মো. আতিকুর রহমান।কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির ৯ মাসের অনিরীক্ষিত ও ১২ মাসের নিরীক্ষিত আর্থিক হিসাবের মধ্যে কোনো জাগলারি হয়েছে কি না, ইনসাইডার ট্রেডিং আছে কি না, ওই অস্বাভাবিক আর্থিক হিসাবের কারণে শেয়ারদরে প্রভাব ও মার্কেট ম্যানুপুলেশন হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন।বে লিজিং কর্তৃপক্ষ ২০২১ সালের ১ম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখায় ২ টাকা ৭৫ পয়সা। তবে ১২ মাসে বা ২০২১ সালে এই মুনাফা তো দূরের কথা, লোকসান দেখায় ৯৯ পয়সা। অর্থাৎ ১ম ৯ মাসে ২ টাকা ৭৫ পয়সা মুনাফা হয়েছে, শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর ২১) লোকসান হয়েছে ৩ টাকা ৭৪ পয়সা।

Share this news