বছরের শেষ দিনেও বড় লেনদেন ‘ব্লক মার্কেটে’

Date: 2023-12-30 08:00:12
বছরের শেষ দিনেও বড় লেনদেন ‘ব্লক মার্কেটে’
বছরের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে দুটি কোম্পানির বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানি দুটি হলো আইপিডিসি ফাইন্যান্স ও সিটি জেনারেল ইনস্যুরেন্স। এ দুটি কোম্পানিরই ৪৪ কোটি টাকার শেয়ারের হাতবদল হয় ব্লক মার্কেটে। এর মধ্যে আইপিডিসির ১৬ কোটি টাকার এবং সিটি জেনারেল ইনস্যুরেন্সের ২৮ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়েছে।বাজারসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকজন বড় বিনিয়োগকারী নিজেদের মধ্যে বড় অঙ্কের এ শেয়ারের হাতবদল করেন। বছর শেষে ঋণ সমন্বয়ের চাপ থাকায় এসব বিনিয়োগকারী তাঁদের এক হিসাব থেকে অন্য হিসাবে এসব শেয়ার স্থানান্তরের মাধ্যমে ঋণ সমন্বয় করেছেন। উদাহরণ হিসেবে ধরা যাক, একজন বড় বিনিয়োগকারীর চারটি ব্রোকারেজ হাউসে চারটি বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব রয়েছে। এর মধ্যে একটি বিও হিসাবে ঋণ বেড়ে যাওয়ায় ঋণ সমন্বয়ের চাপ তৈরি হলে ওই বিনিয়োগকারী অন্য প্রতিষ্ঠানে থাকা তাঁর বিও হিসাবে স্থানান্তর করেন। সাম্প্রতিক সময়ে ব্লক মার্কেটে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। বছরের শেষ দিনেও সেই প্রবণতা দেখা যায়।ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল ব্লক মার্কেটে সব মিলিয়ে ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে। ওই লেনদেনের ওপর ভর করে বছরের শেষ কার্যদিবসে গতকাল ঢাকার বাজারে লেনদেন হয়েছে ৬৬১ কোটি টাকার, ২০ ডিসেম্বরের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। আগামী রোববার বছরের শেষ দিনে ব্যাংক হলিডে। তাই এদিন ব্যাংকে কোনো লেনদেন হবে না। তাই বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন। সোমবার নতুন বছরের প্রথম দিন থেকে আবারও লেনদেন শুরু হবে বাজারে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণত বছরের শেষ দিনে শেয়ারবাজারে লেনদেন কিছুটা চাঙা থাকে। কারণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক হিসাব ভালো দেখাতে এদিন বাজারে সক্রিয় থাকে। আবার ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন এ রকম বড় বিনিয়োগকারীরাও এদিন বাজারে সক্রিয় থাকেন। তবে শেয়ারের দামে সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস আরোপের কারণে কয়েক বছর ধরে বছরের শেষ দিনে আশানুরূপ লেনদেন হচ্ছে না।ঢাকার বাজারে ব্লক মার্কেটে গতকাল সিটি জেনারেল ইনস্যুরেন্স ও আইপিডিসি ফাইন্যান্স ছাড়া আরও যেসব কোম্পানির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারের লেনদেন হয়েছে, তার মধ্যে রয়েছে বিডি থাই, পাওয়ারগ্রিড, সোনালী পেপার। এর মধ্যে বিডি থাইয়ের প্রায় সাড়ে ৬ কোটি টাকা, পাওয়ার গ্রিডের ৪ কোটি টাকা ও সোনালী পেপারের প্রায় ৩ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়

Share this news