বাতিল সার্ক্যুলার আবার দিলো বিএসইসি!

Date: 2022-10-11 23:00:17
বাতিল সার্ক্যুলার আবার দিলো বিএসইসি!
নতুন বিতর্কের জন্ম দিলো পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০১০ সালের স্থগিত করা সার্ক্যুলারটি আবারও দিয়েছে বিএসইসি)।জানা গেছে, ২০১০ সালের ৬ ডিসেম্বর দেওয়া সার্ক্যুলারে বলা হয়েছিলো, কোন বিনিয়োগকারী সিকিউরিটি ক্রয়ের ক্ষেত্রে স্টক ব্রোকারকে চেক প্রদান করলে তা নগদায়নের পূর্বে সিকিউরিটি ক্রয় করলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৯৬ এর ১৬ এর (এ) ধারা লংঘন হবে। এমন্ত অবস্থায় চেক নগদায়ন করার পূর্বে শেয়ার ক্রয় করা যাবে না।এই নির্দেশনার পর স্বল্প সময়ে বাজারে ব্যাপক পতন দেখা দেয়। পরবর্তীতে আবারও ৮ ডিসেম্বর আরও একটি চিঠি দিয়ে তা স্থগিত করা হয়।

Share this news