বাতিল হচ্ছে চেক নগদায়নের নির্দেশনা, থাকছে শাস্তির বিধান
চেক নগদায়নের ইস্যুতে দেশের শেয়ারবাজারে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় চেক নগদায়ন ছাড়াই শেয়ার কেনার সুযোগ রাখছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে জালিয়াতি করলে শাস্তির বিধানও রাখবে নিয়ন্ত্রক সংস্থা।রোববার (৩০ অক্টোবর) রাতে অর্থসংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলাম।তিনি বলেন, আজ মিটিং করে চেক নগদায়ন ইস্যুতে একটা সমাধান দিয়েছি। দুই একদিনের মধ্যেই এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, নতুন আইনে এমন ব্যবস্থা করা হবে, যেন কেউ জালিয়াতি করতে না পারে। আর কেউ জালিয়াতি করলে তার দায়ভারও তাকেই নিতে হবে।এদিকে সম্প্রতি চেক নগদায়ন না হওয়া পর্যন্ত শেয়ার ক্রয় থেকে বিরত থাকার জন্য সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে ব্রোকারেজ হাউজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিতেই প্রধান শেয়ারবাজার থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এমন নির্দেশনার কারণে দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। রোববারও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৪৩ পয়েন্ট হারিয়েছে। একই সঙ্গে অপর দুই সূচকও এদিন কমেছে।