বাটা সুর পর্ষদ সভা ১৩ এপ্রিল
![বাটা সুর পর্ষদ সভা ১৩ এপ্রিল](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6660/news_336918_1.png)
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ১৩ এপ্রিল বেলা ২টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে বহুজাতিক কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্ত লভ্যাংশের সুপারিশ আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ২৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে বাটা শু। সে হিসেবে আলোচ্য হিসাব বছরের প্রথম নয় মাসের জন্য ১০ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ারের বিপরীতে ২৬ টাকা পেয়েছেন শেয়ারহোল্ডাররা। আলোচ্য প্রথম তিন প্রান্তিকে বাটা শুর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১০ টাকা ৮০ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৯ টাকা ৯৪ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫৪ টাকা ৬৪ পয়সায়। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়াহেল্ডারদের ২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে বাটা শু। এর আগে আলোচ্য হিসাব বছরের জন্য ৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।