বাংলাদেশ এখন ব্যবসায়ী পার্টনার খুঁজতে বিদেশ যায় : বিএসইসি চেয়ারম্যান

আগে বাংলাদেশের মন্ত্রীরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সাহায্য আনতেন। একজন মন্ত্রী যত বেশি বৈদেশিক সাহায্য আনতেন, তার কৃতিত্ব তত বেশি। কিন্তু পরিস্থিতি এখন পাল্টে গেছে। বাংলাদেশ আর সাহায্যের জন্য বিদেশে যায় না, বিদেশে যায় ব্যবসায়ী পার্টনার খুঁজতে।আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।বিএসইসি চেয়ারম্যান বলেন, এখনও বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে বন্যা-খরা পীড়িত দারিদ্র্যভূখণ্ড হিসেবেই জানে। দেশের কিছু রাজনৈতিক ব্যক্তি দেশের বিরুদ্ধেই বিদেশিদের কাছে বদনাম করে। এজন্য বিদেশিরাও আমাদের ছোট করে দেখে।তিনি বলেন, আমরা যখন বিদেশিদের অর্থনৈতিক পরিবর্তনের কথা বলি তারা অনেকেই বিশ্বাস করতে চায় না। পরে গুগলে অনুসন্ধান করে দেখে বিশ্বাস করে।শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আগামী মাসে আমরা প্যারিস, তুলুজ, বার্লিন এবং ফ্রাঙ্কফুর্টে ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করছি। এ সামিটে ওইসব দেশের দূতাবাসগুলো আমাদের সহযোগিতা করছে। একসময় আমরা প্যারিসে সাহায্য নিতে যেতাম। আর এখন সেখানে বিসনেস পার্টনার খুঁজতে যাচ্ছি।অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা বলেন বিএসইসি চেয়ারম্যান। তিনি জানান, খুব শিগগিরই আফ্রিকার কিছু দেশে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ ও এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ শিফট করতে যাচ্ছে বাংলাদেশ। মারিশাসকে কেন্দ্র করে আফ্রিকার ১৪০ কোটি মানুষকে লক্ষ্য রেখে কাজ করা হবে।