বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পেয়েছে আইডিএলসি
![বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পেয়েছে আইডিএলসি](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6789/ezgif-1-81ad19ef4b.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআইটি) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পূর্বঘোষিত ইসলামিক শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবসা কার্যক্রম পরিচালনায় অনাপত্তি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ-সংক্রান্ত সংঘবিধি ও সংঘস্মারকে কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি পেয়েছে এনবিএফআইটি। কোম্পানিটি ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর অধীনে ইসলামিক শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবসা পরিচালনা করতে চায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, প্রতিষ্ঠানটির ফাইন্যান্স বোর্ড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে। আলোচ্য অর্থবছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯১ কোটি ৪৫ লাখ টাকা, আগের অর্থবছরে যা ছিল ২১১ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ২০ কোটি ১৫ লাখ টাকা বা ৯.৫২ শতাংশ।আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৬১ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৫ টাকা ৯ পয়সা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সায়, আগের অর্থবছর শেষে যা ছিল ৪০ টাকা ৩৯ পয়সা। ২০২২ অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৫ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি।