বাজেটের দিনে মোড় ঘুরেছে শেয়ারবাজারের

দেশের শেয়ারবাজারে কেবল পতন আর পতন। যুদ্ধ বিগ্রহ, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, সর্বশেষ আসন্ন বাজেটে গেইন ট্যাক্স আরোপ- এসব নানা বিষয়কে কেন্দ্র করে গত এক বছর যাবত চলছে পতনের মাতম। কেবল চলতি বছরের ৫ মাসেই শেয়ারবাজারে হাজার পয়েন্টের বেশি সূচক উধাও হয়ে গেছে। এতে বিনিয়োগকারীদের মূলধন খোয়া গেছে ১ লাখ ২৭ হাজারের বেশি টাকার।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৫ জুন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ৩৫৬ পয়েন্ট। এক বছর পর আজ ০৬ জুন সূচক কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে। এক বছরে সূচক কমেছে ১ হাজার ১১৯ পয়েন্ট।এতে দেখা যায়, ০৫ জুন, ২০২৩ তারিখে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৪ হাজার কোটি ০৩ লাখ টাকা। আর এক বছর পর আজ ০৬ জুন ডিএসইর বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৪৭ লাখ কোটি টাকায়। এক বছরের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ লাখ ২৭ হাজার ৫৬ লাখ টাকা।গত এক মাসে গেইন ট্যাক্সের খবরে ডিএসইর সূচক কমেছে সবচেয়ে বেশি। এই সময়ে সূচক কমেছে প্রায় ৫০০ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা। গত এক মাসে প্রতি সপ্তাহেই সূচক ও মূলধন উধাও হয়েছে। চলতি সপ্তাহেও ডিএসইর সূচক কমেছে ১৪ পয়েন্টের বেশি এবং বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৪৫ কোটি টাকার বেশি।