বাজারকে রক্ষার চেষ্টা ৬ কোম্পানির

Date: 2024-09-25 01:00:08
বাজারকে রক্ষার চেষ্টা ৬ কোম্পানির
পরপর দুই দিন উত্থান হলেও বুধবার বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যত সংখ্যকের শেয়ার দর বেড়েছে, দর কমেছে তার সাড়ে ১২ গুণ। যে কারণে বড় পতন হয়েছে শেয়ারবাজারে। তবে বাজারের পতন থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছে ৬ কোম্পানি।কোম্পানিগুলো হলোঃ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং গ্রামীণফোণ।ইসলামী ব্যাংকইসলামী ব্যাংক আজ শেয়ারবাজারকে পতনের হাত থেকে রক্ষা করতে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছে। তবে শেষ পর্যন্ত বাজার পতন ঠেকানো যায়নি। আজ ইসলামী ব্যাংকের সূচক ৪২.৭৭ পয়েন্ট বেড়েছে। যদি ইসলামী ব্যাংকের এই সূচক না বাড়তে তবে বাজারের পতন দ্বিগুণ হতো। বড় ক্ষতির মুখে পড়ে যেত বিনিয়োগকারীরা। আগের দিন ব্যাংকটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৪ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৭০ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর ৬ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটির সূচক বেড়েছে। যা বাজারকে বড় পতনের হাত থেকে রক্ষা করেছে।ব্র্যাক ব্যাংকবাজারের পতন ঠেকাতে ব্র্যাক ব্যাংকও ভূমিকা রেখেছে। আগের দিন ব্যাংকটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ০.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক ১.৯৮ পয়েন্ট বেড়েছে। বাজারকে ধরে রাখতে দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা ছিল ব্র্যাক ব্যাংকের।বৃটিশ আমেরিকান ট্যোবাকোআগের দিন বৃটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯৭ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৪০০ টাকা ৭০ পয়সায়। শেয়ারটির দর এদিন ২ টাকা ৯০ পয়সা বা ০.৭৩ শতাংশ বেড়েছে। এতে করে কোম্পানিটির সূচক বেড়েছে ১.৭৬ পয়েন্ট। বাজারকে উত্থানে ধরে রাখতে তৃতীয় সর্বোচ্চ চেষ্টা ছিল এই কোম্পানির।শেয়ারবাজারকে উত্থানে ধরে রাখতে যেসব কোম্পানি চেষ্টা চালায় তাদের মধ্যে স্কয়ার ফার্মার ১.৬৭ পয়েন্ট, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১.৪০ শতাংশ এবং গ্রামীণফোনের সূচক ১.১২ পয়েন্ট বেড়েছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, এতো অল্প সংখ্যক কোম্পানি কখনোই বাজারের পতনকে ঠেকাতে পারে না। তবে কোম্পানিগুলোর চেষ্টার ফলে বড় পতনের হাত থেকে বাজারকে রক্ষা করেছে। এটা অবশ্যই শেয়ারবাজারের জন্য ভালো ইঙ্গিত যে, কোম্পানিগুলোর তাদের সর্বোচ্চ দিয়ে পতনকে ঠেকানোর বা আটকানোর চেষ্টা করেছে।

Share this news