বাজার টেনে ধরার সর্বোচ্চ দায় দুই মেগা কোম্পানির
![বাজার টেনে ধরার সর্বোচ্চ দায় দুই মেগা কোম্পানির](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5938/684863548.jpg)
: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১১.৬১ পয়েন্ট। সূচকের এমন পতনে সূচককে টেনে ধরার সর্বোচ্চ চেষ্টায় ছিলো দুই কোম্পানি। এই দুই প্রতিষ্ঠানের দায়ে আজ সূচক কমেছে ৭ পয়েন্ট। এই দুই প্রতিষ্ঠানের মধ্যে বিকন ফার্মা এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রমতে, আজ বিকন ফার্মাসিটিক্যালস সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৫.৭৯ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪.০৬ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৫.৭৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭২ টাকা ১০ পয়সায়।ডিএসইর সূচক টেনে নামানোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.৬৮ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ১.৩৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২০০ টাকায়।