বাজার পতনের নেতৃত্বে তিন ফার্মা কোম্পানি

Date: 2022-09-25 07:00:09
বাজার পতনের নেতৃত্বে তিন ফার্মা কোম্পানি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সূচক কমেছে ৪৮.৮৪ পয়েন্ট। সূচকের এমন পতনে ২৯.৪৬ পয়েন্ট বা ৬০ শতাংশই তিন ফার্মার কোম্পানির দায়ে ঘটেছে। এই তিন ফার্মা কোম্পানির মধ্যে রয়েছে বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা এবং ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে বিকন ফার্মা‌সি‌টিক‌্যালস লি‌মি‌টেড সবচেয়ে বেশি সূচক টেনে ধরেছে। আজ কোম্পানিটির দায়ে ডিএসইর সূচক কমেছে ১১.৪২ পয়েন্ট। যা ডিএসইর মোট সূচক পতনের ২৩.৩৮ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১৪ টাকা ৭০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর দায়ে দ্বিতীয় অবস্থান ছিল বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেডের। আজ কোম্পানিটির দায়ে ডিএসইর সূচক ক‌মেছে ১০.০২ পয়েন্ট। যা ডিএসইর মোট সূচক পতনের ২০.৫১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭১ টাকা ৩০ পয়সায়।ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর দায়ে তৃতীয় অবস্থান ছিলো ওরিয়ন ফার্মাসিটিক্যালস লি‌মি‌টেডের। আজ কোম্পানিটির ডিএসইর সূচক ক‌মেছে ৮.০২ পয়েন্ট। যা মোট সূচক পতনের ১৬.৪২ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৫ টাকা ১০ পয়সায়।

Share this news