আয়কর আইনের সাথে ক্যাপিটাল গেইন ট্যাক্সের কোন সম্পর্ক নেই

Date: 2023-06-06 05:00:21
আয়কর আইনের সাথে ক্যাপিটাল গেইন ট্যাক্সের কোন সম্পর্ক নেই
শেয়ারবাজার থেকে ক্যাপিটাল গেইন করলে, সেই গেইনের উপর ট্যাক্স আরোপ করা হয়েছে বলে বিনিয়োগকারীদের মাঝে গুজব ছড়ানো হয়েছে। আর সেই গুজবে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা সেল প্রেসার দিতে শুরু করে। এতে করে শেয়ারবাজারে দিন শেষে সূচক কমে ৪০ পয়েন্টের বেশি। যা সাম্প্রতিক সময়ের মধ্যে অনেক বড় পতন। কিন্তু আয়কর আইনের সাথে ক্যাপিটাল গেইনের ট্যাক্সের কোন সম্পর্ক নেই।বাজার সংশ্লিষ্টরা বলছন, গুজবের কারণে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা সেফ সেল প্রেসার দিয়েছে। যে কারণে বাজারে বড় পতন হয়েছে। বিষয়টি সম্পুর্ণ গুজব। কারণ ক্যাপিটাল গেইনের উপর কোন প্রকার ট্যাক্স আরোপ করা হচ্ছে না। তাই ক্যাপিটাল গেইরে ট্যাক্স নিয়ে কোনভাবেই গুজবে কান দেওয়া যাবে না বলে মনে করছে শেয়ারবাজার সংশ্লিষ্টরা।এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম শেয়ারনিউজকে বলেন, আজ বাজারে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপের বিষয়টি গুজব আকারে কে বা কারা ছড়িয়েছে। এতে করে বিনিয়োগকারীরা বেশ আতঙ্কিত হয়েছে। যার ফলে বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।তিনি বলেন, ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপের বিষয়টি কেবলই গুজব। বিষয়টি যেহেতু পরিষ্কার তাই আশা করছি আগামীকাল থেকে শেয়ারবাজার আবারও ঘুরে দাঁড়াবে।এ বিষয়ে ইস্টার্ন ব্যাংক সিকিউরিটিজের সিএফও মোহাম্মদ আসাদুজ্জামান শেয়ারনিউজকে বলেন, সোমবার জাতীয় সংসদে ফাইন্যান্স অ্যাক্ট উত্থাপিত হয়েছে। যে আইনে বিভিন্ন ট্যাক্সের বিষয় থাকলেও ক্যাপিটাল গেইন সংক্রান্ত কোন বিষয় উল্লেখ নেই। তাই ক্যাপিটাল গেইনের বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।তিনি বলেন, ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্সটি মওকুফ করা হয়েছে সেটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে একটি এসআরও এর মাধ্যমে। তা বাতিল করতে হলে সেই এসআরও এর মাধ্যমেই বাতিল করতে হবে। কিন্তু ইনকাম টেক্সের আইনে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপের কোন বিষয় নেই।তাই ক্যাপিটাল গেইনের উপর টেক্সের বিষয়টি একেবারেই পরিষ্কার। বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের উপর টেক্স দিতে হবে না। তাই এই বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।এ বিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলেন, পূর্বের ন্যায় এখনো ব্যক্তি বিনিয়োগকারীদের উপর কর সুবিধা বহাল আছে। ২০১৫ সালের ৩০ জুনের এসআরও ব্যক্তি বিনিয়োগকারীকে ক্যাপিটাল গেইনের উপর কর ছাড় দেওয়া হয়েছে। যার নাম্বার হলো-১৯৬-আয়কর/আইন/২০১৫। ক্যাপিটাল গেইনের বিষয়টি বাতিল করতে হলে আরও একটি এসআরও জারি করতে হবে। আয়কর আইনের সাথে এর কোন সম্পর্ক নেই।তাঁরা বলছেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা লুটার জন্যই এমন গুজব ছড়িয়েছে।

Share this news