আয় ও মুনাফা দুটোই কমেছে রেকিট বেনকিজার বাংলাদেশের

Date: 2022-10-28 17:00:13
আয় ও মুনাফা দুটোই কমেছে রেকিট বেনকিজার বাংলাদেশের
চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির আয় সামান্য কমলেও কর-পরবর্তী নিট মুনাফা কমেছে প্রায় ১৪ শতাংশ। এফএমসিজি খাতের বহুজাতিক কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে রেকিট বেনকিজার বাংলাদেশের সমন্বিত আয় হয়েছে ৩৭৬ কোটি ৮৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৩৮০ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় কমেছে ৩ কোটি ৯৭ লাখ টাকা বা ১ দশমিক শূন্য ৪ শতাংশ। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪২ কোটি ৭৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৪৯ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ৬ কোটি ৯৪ লাখ টাকা বা ১৩ দশমিক ৯৬ শতাংশ। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯০ টাকা ৫২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০৫ টাকা ২০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩৬ টাকা ১৭ পয়সায়।এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১২৫ কোটি ৭২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ১৩০ কোটি ১০ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনফা হয়েছে ১৮ কোটি ৮২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ কোটি ৪০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৯ টাকা ৮৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ টাকা ১৭ পয়সা।

Share this news