আয় কমলেও মুনাফা বেড়েছে আর্গন ডেনিমসের
![আয় কমলেও মুনাফা বেড়েছে আর্গন ডেনিমসের](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6956/news_337829_1.png)
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের আয় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৭ শতাংশ কমেছে। তবে আয় কমলেও এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের তুলনায় বেড়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩১৪ কোটি ৯৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪০ কোটি ৬৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৭ দশমিক ৫৫ শতাংশ। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৯ লাখ ৭৪ হাজার টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৯৩৮ শতাংশের বেশি। মূলত উৎপাদন ব্যয় ও আর্থিক ব্যয় কমার প্রভাবে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৯ পয়সায়।এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে আর্গন ডেনিমসের আয় হয়েছে ১২৯ কোটি ৮০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪০ কোটি ৯৭ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৯৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ৬ কোটি ৫৪ লাখ টাকা নিট মুনাফা হয়েছিল। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৭ পয়সা। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আর্গন ডেনিমস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৪ টাকা ৪৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ১৫ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে আর্গন ডেনিমস। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৫৩ পয়সা আর এনএভিপিএস হয়েছিল ২৭ টাকা ২১ পয়সা।২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩৮ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১২৭ কোটি ৫৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৬০৬। এর মধ্যে ৩৫ দশমিক ৭৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৪৬ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৩০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে।