আয় বাড়লেও নিট মুনাফা কমেছে সামিট পাওয়ারের

Date: 2022-11-15 16:00:21
আয় বাড়লেও নিট মুনাফা কমেছে সামিট পাওয়ারের
চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় উল্লেখযোগ্য হারে বাড়লেও নিট মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের। উৎপাদন খরচ বৃদ্ধি এবং কর ও আর্থিক ব্যয় বৃদ্ধির চাপে কোম্পানিটির মুনাফা কমেছে। বিদ্যুৎ খাতের কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সামিট পাওয়ারের সমন্বিত আয় হয়েছে ১ হাজার ৮০৫ কোটি ৬৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ১১৩ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৬৯২ কোটি ৪৬ লাখ টাকা বা ৬২ দশমিক ২০ শতাংশ। আলোচ্য প্রান্তিকে এর আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির উৎপাদন খরচ বেড়েছে ৬৮৩ কোটি ৫৭ লাখ টাকা। এছাড়া কর বাবদ কোম্পানিটির ব্যয় বেড়েছে দ্বিগুণ। এর বাইরে নিট আর্থিক ব্যয়ও বেড়েছে। এসব কারণে কোম্পানিটির নিট মুনাফা হ্রাস পেয়েছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ১৫৬ কোটি ২৬ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭৬ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৯ কোটি ৭৮ লাখ টাকা বা ১১ দশমিক ২৪ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা।

Share this news