আয় বাড়লেও মুনাফা কমেছে তিতাস গ্যাসের
![আয় বাড়লেও মুনাফা কমেছে তিতাস গ্যাসের](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4823/news_328525_1.jpg)
চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় বাড়লেও নিট মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল)। মূলত পর্ষদের সিদ্ধান্ত অনুসারে পেনশন ফান্ড বাড়ানোয় এ সময় কোম্পানিটির মুনাফা কমেছে। কোম্পানির সর্বশেষ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে টিজিটিডিসিএলের আয় হয়েছে ৯ হাজার ৮৪২ কোটি ৩১ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৯ হাজার ৩১ কোটি ৭৮ লাখ টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৮১০ কোটি ৫৩ লাখ টাকা বা ৮ দশমিক ৯৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৪ কোটি ৯১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪২ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ১৭ কোটি ৭৬ লাখ টাকা বা ১২ দশমিক ৪৫ শতাংশ।চলতি হিসাব বছরের প্রথমার্ধে নিট মুনাফা কমার কারণ হিসাবে কোম্পানিটি জানিয়েছে, গত বছর ডিস্ট্রিবিউশন মার্জিনের হার কমানোর পাশাপাশি পর্ষদের সিদ্ধান্ত অনুসারে তারা পেনশন ফান্ড বাড়িয়েছে। এজন্য কোম্পানিটির নিট মুনাফা তথা ইপিএস কমেছে। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, সদ্য সমাপ্ত বছরের ৩১ ডিসেম্বর শেষে টিজিটিডিসিএলের পেনশন ফান্ডের আকার দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯ লাখ টাকায়, যেখানে ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে এ ফান্ডের আকার ঋণাত্মক ২৮ কোটি ৭৭ লাখ টাকা ছিল।