আতঙ্ক কাটিয়ে সম্ভাবনার হাতছানি শেয়ারবাজারে

Date: 2023-02-28 00:00:10
আতঙ্ক কাটিয়ে সম্ভাবনার হাতছানি শেয়ারবাজারে
বৈশ্বিক অর্থনীতি খারাপ হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিকেও বেশ ভালো ব্যাগ নিতে হচ্ছে। যার কারণে ডলার মার্কেটে দেখা দিয়েছিল সংকট। এরই আলোকে শেয়ারবাজারেও বড় পতন ঘটতে থাকে। সেই পতন ঠেকাতে ফ্লোর প্রাইস বেধে দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এরপর বাজার কিছুটা ভালো হলেও পরবর্তীতে ক্রমাগত খারাপের দিকেই ধাবিত হচ্ছে শেয়ারবাজার।ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হবে। কয়েকদিন পরপর বাজারের এমন আতঙ্ক ছড়ানোর কারণে প্রায়ই বাজার থাকে নেগেটিভ। এতে করে ক্রমাগতই অস্থিরতা বাড়তে শুরু করেছে বিনিয়োগকারীদের মাঝে। সেই অস্থিরতাকে কাটানোর জন্য বিএসইসি থেকে জানানো হয়েছে বাজার ভালো না হওয়া পযন্ত ফ্লোর প্রাইস অভ্যাহত থাকবে।এছাড়াও, আজ (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিএসইসির সাথে বৈঠক মার্কেট মেকারদের। বৈঠকে ফ্লোর প্রাইস না উঠানোরই কথা জানিয়েছে বিএসইসি। এছাড়ও ফ্লোর প্রাইস বাতিল করা ১৬৮টি কোম্পানির শেয়ারদরে আবারও ফ্লোর প্রাইস বেঁধে দেওয়া হবে বলে বিএসইসি জানিয়েছে। আর এই খবরেই গত দুই দিন বাজার কিছুটা ভালো দিকে এগিয়ে যাচ্ছে।অন্যদিকে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বন্ডে বিনিয়োগ এক্সপ্রোজার লিমিটের ভিতরে থাকবে নাকি বাহিরে থাকবে। সে বিষয়টি নিয়ে ছিল ধোয়াসা। সেই ধোয়াসাকে কাটিয়ে বিএসইসির চেয়ারম্যান জানিয়েছে বন্ড এক্সপ্রোজার লিমিটের বাহিরে থাকবে। বিষয়টি আইনমন্ত্রনালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। আইনমন্ত্রনালয়ে কাজ শেষ হলে, বিষয়টি ক্যাবিনেটে যাবে। আশা করছি মার্চের মধ্যে বন্ডে বিনিয়োগ এক্সপ্রোজার লিমিটেডর বাহিরে থাকবে।মঙ্গলবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫৯ কোটি টাকা।আজ ডিএসই সবগুলো সূচকই বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’৩ পয়েন্ট ও ‘ডিএসই-৩০’২ পয়েন্ট বেড়েছে। সূচক দ’টি যথাক্রমে ১৩৫৯ ও ২২২০ পয়েন্টে দাঁড়িয়েছে।এদিন টাকার অংকে শেয়ার লেনদেনের হয়েছে ৪২০ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার টাকার। আগের কার্যদিবসে (সোমবার) লেনদেনের হয়েছিল ২৬১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকা। ফলে একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৮ কোটি ৯৩ লাখ টাকার বেশি। মঙ্গলবার ডিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৮টির।

Share this news