আতঙ্ক ছাপিয়ে সাবধানে সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা

Date: 2023-10-10 10:00:08
আতঙ্ক ছাপিয়ে সাবধানে সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা
ভিসানীতির সঙ্গে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ আতঙ্ক যুক্ত হওয়ায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার শেয়ারবাজারে বড় পতন হয়েছে। পরের কর্মদিবস সোমবারও আতঙ্ক চলমান থাকায় পতনের ধারা অব্যাহত থাকে। যদিও এদিন পতনের মাত্রা অনেকটা হ্রাস যায়। তারপরও ওই দুই কর্মদিবসে আতঙ্কের ঝাঁজে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উধাও হয়ে যায় ৩২ পয়েন্ট।তবে সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (১০ অক্টোবর) আতঙ্ক ছাপিয়ে শেয়ারবাজারে সক্রিয় হতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে আজ বড় বিনিয়োগকারীদের সক্রিয়তা বেশ বাড়তে দেখা গেছে। তবে তাদের মধ্যে সাবধানি আচরণ পরিলক্ষিত হয়েছে। যে কারণে আজ শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা দেখা গেলেও লেনদেনের পরিমাণ সেভাবে বাড়েনি। এর মূল কারণ হলো, একদিকে বিনিয়োগকারীরা কম দামে শেয়ার ছাড়তে রাজি হননি। অন্যদিকে, শেয়ার কেনায় বড় বিনিয়োগকারীদের সংরক্ষণশীল মনোভাবে দেখা গেছে।আজ শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে শতাধিক কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৭.৩৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৩.২৫ পয়েন্টে এবং দুই হাজার ১৩৬.৭২ পয়েন্টে।ডিএসইতে ২৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টির বা ৪৩.৮২ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৮টির বা ৬.৩৬ শতাংশের এবং ১৪১টির বা ৪৯.৮২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।ডিএসইতে আজ ৩৭২ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৩ কোটি ৭০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ১০ লাখ টাকা।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ১৯.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯০.১৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১২.০৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২১.২৯ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৯৪ পয়েন্ট এবং সিএসআই ০.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫৩.৯৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৫২.৬৬ পয়েন্টে, একহাজার ৩০৬.৪৮ পয়েন্টে এবং একহাজার ১৬২.৯১ পয়েন্টে।আজ সিএসইতে ১০৯টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৬৭ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে

Share this news