আশা-নিরাশার ঝাঁকুনিতে শেয়ারবাজার
![আশা-নিরাশার ঝাঁকুনিতে শেয়ারবাজার](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5837/ezgif-3-08f637d3d8.jpg)
দীর্ঘমন্দ কাটিয়ে সপ্তাহজুড়ে কিছুটা চাঙ্গাভাবে ছিল দেশের শেয়ারবাজার। কিন্তু সপ্তাহের শুরু থেকে বাজার ভালো দেখে যে সকল বিনিয়োগকারী শেয়ার কিনেছেন, সপ্তাহের শেষের দিকে এসে সে সকল বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে মুনাফা তোলার চেষ্টা করেছেন। যার কারণে সপ্তাহের শেষের দিকে এসে আশা নিরাশার ঝাঁকুনিতে ছিল শেয়ারবাজার। যার কারণে গত দুইদিন ধরে লেনদেন ও সূচকের উত্থান পতনের মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ায় দিন পার করেছে শেয়ারবাজার।বৃহস্পতিবারের শেয়ারবাজার পর্যালোচনাঃজানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৬ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, দর কমেছে ১১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮ টির।ডিএসইতে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৩ কোটি ৮৬ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫০ পয়েন্টে। সিএসইতে ১৪৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৯টির দর বেড়েছে, কমেছে ৪৬টির এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।