আরো তিন কোম্পানির শেয়ার দর নিয়ে সতর্কবার্তা

Date: 2023-05-27 17:00:18
আরো তিন কোম্পানির শেয়ার দর নিয়ে সতর্কবার্তা
অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার কারণ জানতে চেয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানিকে গত সপ্তাহে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে কোম্পানিগুলো গতানুগতিক জবাবে জানিয়েছে সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার পেছনে তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।এই নোটিশ কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগে সতর্কবার্তা বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।কোম্পানিগুলো হলো- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক ও ইউনিয়ন ইন্স্যুরেন্স।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা যায়।দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে গত ৩০ এপ্রিল সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ছিল ১৪ টাকা। যা ২৫ মে বেড়ে শেয়ার দর দাঁড়ায় ২১ টাকা ৬০ পয়সায়। আর মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার গত ২১ মে ছিল ২৮ টাকা ৬০ পয়সা। যা ২৪ মে বেড়ে কোম্পানির শেয়ার দর হয় ৩৫ টাকা ৭০ পয়সা।এগিকে গত ২২ ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৫০ টাকা ৯০ পয়সা। যা ২৫ মে বেড়ে দাঁড়ায় ৫৮ টাকা ২০ পয়সায়।

Share this news