আরামিট সিমেন্টের শেয়ারদর বেড়েছে ২৯ শতাংশ

Date: 2023-08-25 17:00:09
আরামিট সিমেন্টের শেয়ারদর বেড়েছে ২৯ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে প্রায় ২৯ শতাংশ বেড়েছে। সপ্তাহ শুরুর ২২ টাকা ৪০ পয়সার শেয়ারটি সপ্তাহ শেষে বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকা ৮০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৫ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরামিট সিমেন্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৮৮ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৬০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১২ টাকা ৫৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৯ টাকা ১৩ পয়সায়।

Share this news