আরামিট লিমিটেড ও সিমেন্টের পর্ষদ সভা কাল
![আরামিট লিমিটেড ও সিমেন্টের পর্ষদ সভা কাল](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5443/news_331162_1.png)
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট লিমিটেড ও আরামিট সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আরামিট লিমিটেডের সভা হবে বেলা ৩টায় ও আরামিট সিমেন্টের সভা বিকাল ৪টায়। সভায় কোম্পানি দুটির চলতি ২০২২-২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আরামিট লিমিটেড: চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫২ টাকা ৫১ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরামিট লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ২৫ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৬৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৫২ টাকা ২৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬০ টাকা ২৭ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরামিট লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৬৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৬ পয়সা। ২০২১ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮১ টাকা ৪২ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৪৮ টাকা ১১ পয়সা। মূলত ২০১৭-১৮ হিসাব বছর থেকে টানা ৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়ে আসছে কোম্পানিটি। এর মধ্যে ২০১৮-১৯ হিসাব বছরে ৫০ শতাংশ নগদের পাশাপাশি ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আরামিট সিমেন্ট: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ১ টাকা ৯৬ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৫৮ পয়সায়। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে আরামিট সিমেন্টের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৮৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময় যেখানে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৬০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৫৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৯ টাকা ১৩ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি আরামিট সিমেন্টের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৭১ পয়সা। ২০২১ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৯ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৭ টাকা ৯১ পয়সা। কোম্পানিটি এর আগে ২০১৫-১৬ হিসাব বছরের জন্য সর্বশেষ ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগে ২০১৩-১৪ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।