আপনার টাকা রাখবেন কোথায়, কোথায় খাটাবেন?

টাকা উপার্জন কোনো সহজ কাজ নয়। বিশেষ করে মধ্যবিত্ত মানুষের পক্ষে তো নয়-ই। এত কষ্টের টাকা ঘরে রাখতে ভয় করে, যদি চোর বা ডাকাত এসে নিয়ে যায়? অনেকটা এই কারণেই আমরা ব্যাংকে টাকা জমা রাখি। কিন্তু ব্যাংকে টাকা রাখলেই কী তা ঝুঁকিমুক্ত? না, সব ক্ষেত্রে বিষয়টি এমন নয়। কারণ সব ব্যাংকের স্বাস্থ্য একরকম নয়।বেশির ভাগ ব্যাংকের স্বাস্থ্য মোটামুটি ভাল হলেও, কোনো কোনোটির স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ আছে। ভুল জায়গায় বিনিয়োগ, বিপুল খেলাপী ঋণ, বেনামে কথিত ঋণের মাধ্যমে উদ্যোক্তাদের টাকা সরিয়ে নেওয়া ইত্যাদি কারণে কিছু ব্যাংকের অস্তিত্ব ঝুঁকির মুখে। তাই এসব ব্যাংকে টাকা রাখাতেও ঝুঁকি আছে।অন্যদিকে ব্যাংকে আমানত রাখলে যে সুদ বা মুনাফা পাওয়া যায়, তার হার মূল্যস্ফীতির হারের কাছাকাছি বা কিছুটা কম। তাই ব্যাংকে টাকা রাখলে প্রকৃত অর্থে তা বৃদ্ধির সম্ভাবনা কম। তাই টাকা বা সম্পদ বাড়ানোর জন্য আমাদেরকে বিনিয়োগের কথা ভাবতে হয়।LankaBangla securites single pageএই বিনিয়োগ হতে পারে পুঁজিবাজারে। হতে পারে সঞ্চয়পত্রে বা ইন্স্যুরেন্সের নানা প্রোডাক্টে, হতে পারে সোনায় বা জমিতে।আপনার বয়স, আর্থিক অবস্থা, ঝুঁকি নেওয়া বা না নেওয়ার মানসিকতা ইত্যাদির উপর নির্ভর করবে কোন খাতে বিনিয়োগ আপনার জন্য উপযোগী।এসব বিষয় নিয়ে আলোচনা হবে ‘আপনার টাকা কোথায় রাখবেন’ শিরোনামের সেমিনারে। অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপোতে শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে এই সেমিনার।সেমিনারে সেশন চেয়ার থাকবেন সিএফএ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান। প্যানেল আলোচক হিসেবে থাকবেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন চৌধুরী, ভিআইপি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও শহীদুল ইসলাম সিএফএ ও এডজ এএমসির সিইও আলী ইমাম।