আপিল বিভাগের নির্দেশে এজিএম স্থগিত

Date: 2023-05-31 10:00:29
আপিল বিভাগের নির্দেশে এজিএম স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেডের সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৬ জুন ভার্চুয়াল মাধ্যমে ২৭তম বার্ষিক সধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশের পরিপেক্ষিতে এ এজিএম স্থগিত করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।তথ্য অনুসারে, এনভয় টেক্সটাইলসের একটি মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এমন পরিস্থিতে কোম্পানির ২৭তম এজিএম ২৬ জুন না করতে একটি আদেশ জারি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এজিএম স্থগিত করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারিত রয়েছে আজ।সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৬ পয়সা।

Share this news