আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের পরিচিতি বাড়বে

Date: 2023-02-20 20:00:10
আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের পরিচিতি বাড়বে
বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া-প্যাসিফিক অঞ্চল কমিটির (এপিআরসি) সভা ২২ ও ২৩ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সভা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের পরিচিতি বাড়বে বলে জানিয়েছে বিএসইসির কর্মকর্তারা। গতকাল এপিআরসি সভা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।বিএসইসির সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, মো. মাহবুবুল আলম ও মোহাম্মদ রেজাউল করিম এবং পরিচালক ফারহানা ফারুকী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিএসইসির কর্মকর্তারা জানান, আগামীকাল বিএসইসি চেয়ারম্যান ও আইওএসকোর এপিআরসির ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভার উদ্বোধন করবেন। এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুপাভাইজরি ডিরেক্টর মিটিংয়ের মাধ্যমে সভা শুরু হবে। বেলা দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টর মিটিং হবে। দুটি সভারই সভাপতির দায়িত্বে থাকবেন বিএসইসি চেয়ারম্যান। পরদিন ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের সভা উদ্বোধন করবেন আইওএসকোর এপিআরসির চেয়ার শিগেরু এরিআইজুমি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আইওএসকোর এপিআরসির ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এদিন সন্ধ্যায় আইওএসকো এপিআরসির সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ উপস্থিত থাকবেন। দুদিনের এ অনুষ্ঠানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।বিএসইসির কর্মকর্তারা আরো জানান, আন্তর্জাতিক পর্যায়ে এ সভা আয়োজনের মাধ্যমে দেশ ও দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিতি পাবে এবং বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বাড়বে।

Share this news