আনোয়ার গ্যালভানাজিংয়ের এজিএম মঙ্গলবার
![আনোয়ার গ্যালভানাজিংয়ের এজিএম মঙ্গলবার](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4441/anwar-group-533x400-1.png)
প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিংয়ের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামীকাল ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, কোম্পানিটির এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস।