আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইডথ বন্ধ করলো বিটিআরসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের প্রায় ৮০ শতাংশ ব্যান্ডউইডথ ব্লক করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, আমরা টেকনোলজিস কাছে ২২ কোটি টাকার বেশি পাওনা রয়েছে বিটিআরসির। আর তারা ঋণ পরিশোধের বেশ কয়েকটি কিস্তি দিতে ব্যর্থ হয়েছে। বিটিআরসি তাদেরকে জানিয়েছে, অন্তত ১০ কোটি টাকা দিয়ে বাকি টাকা কিস্তিতে দিতে হবে।সংস্থাটির তরফ থেকে আরও জানানো হয়েছে, বারবার তাদের বকেয়া পরিশোধ করতে বলার পরেও, তারা ব্যর্থ হয়েছে । আমরা টেকনোলজিস যদি পাওনা দিতে ব্যর্থ হয়, তাহলে বিটিআরসি সেখানে প্রশাসক বসানোর কথাও চিন্তা করছে।এ প্রসঙ্গে জানার জন্য কোম্পানিটির সচিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।মঙ্গলবার (১৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে আমরা টেকনোলোজিসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হয় ৩০ টাকা ৪০ পয়সা দরে এবং লেনদেন শেষে শেয়ার দর দাঁড়ায় ৩১ টাকা ১০ পয়সা।গত বছরের ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।সবশেষ গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছিলো ১৯ পয়সা। এবং কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৪ পয়সা।এর আগে, আইআইজি কোম্পানির বাকি থাকা বকেয়া আদায় করতে ব্যান্ডউইডথ সেবা সীমিত করে দিয়েছিল সাবমেরিন কেব্ল কোম্পানি। আর সেখানেও আমরা টেকনোলজিসের কাছে পাওনা বাকি ছিল।গত বছরের জুলাই মাসে ৩৩ কোটি টাকা বকেয়া বাকি থাকার জন্য কমিশন আমরার ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে। পরে ওই নির্দেশনা প্রত্যাহার করা হয়। আমরা টেকনোলজিস মোবাইল অপারেটরগুলো সহ বিভিন্ন ক্লায়েন্টকে ব্যান্ডউইথ সরবরাহ করে থাকে।তবে গত বছরের ব্যান্ডউইডথ সীমিত করে দেয়ার পর অপারেটররা আমরা থেকে ব্যান্ডউইথ নেওয়া বন্ধ করে দেয়।