আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ড বাতিল

Date: 2024-10-15 01:00:07
আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ড বাতিল
আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বন্ড ইস্যুর প্রস্তাব বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।তথ্যানুসারে, কোম্পানিটির পর্ষদ বন্ড ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। ৮ অক্টোবর একটি চিঠির মাধ্যমে বন্ডটি বাতিল করে দিয়েছে বিএসইসি। ২০২২ সালের ২৬ মে নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বন্ড ইস্যুর সম্মতি দিয়েছিল।আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময় ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৩ পয়সা।সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আলিফ ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৮ কোটি ৩৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯। এর মধ্যে ৩৩ দশমিক ২৭ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া ২৮ দশমিক ১২ শতাংশ প্রাতিষ্ঠানিক ও বাকি ৪০ দশমিক ৬১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Share this news