আলহাজ টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ১৫%

Date: 2023-02-17 16:00:13
আলহাজ টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ১৫%
পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৫ শতাংশের বেশি বেড়েছে। এর মাধ্যমে আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে আলহাজ টেক্সটাইল মিলসের শেয়ারদর ছিল ১৩২ টাকা ৩০ পয়সা। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১৫২ টাকা ৩০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ টাকা বা ১৫ দশমিক ১২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৪২ কোটি ৩৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে এ লেনদেন ছিল ৮ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১২ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৪৭ পয়সায়।আলোচ্য সময়ে লোকসান হওয়ার কারণ হিসাবে কোম্পানিটি জানিয়েছে, এ সময়ে তাদের উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি পণ্যের বিক্রয়মূল্য কমেছে। এর পাশাপাশি প্রশাসনিক ব্যয় বাড়ায় আলোচ্য সময়ে কোম্পানিটিকে লোকসান গুনতে হয়েছে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আলহাজ টেক্সটাইল মিলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৯ টাকা ৫২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৮ টাকা ৬১ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের নগদ ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল আলহাজ টেক্সটাইল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৯৩ পয়সা। এর আগে ২০১৮-১৯ ও ২০১৯-২০ হিসাব বছরে লোকসানের কারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। তার আগে ৩০ জুন সমাপ্ত ২০১৭-১৮ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোম্পানিটি ১০ শতাংশ করে নগদের পাশাপাশি ৫ শতাংশ হারে স্টক লভ্যাংশ বিতরণ করেছে।১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আলহাজ টেক্সটাইলের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২২ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৪৯।

Share this news