আজিজ পাইপসের শেয়ারদর বেড়েছে ২৯ শতাংশ

Date: 2023-07-21 17:00:07
আজিজ পাইপসের শেয়ারদর বেড়েছে ২৯ শতাংশ
তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। সপ্তাহ শুরুর ১০০ টাকা ৬০ পয়সার শেয়ারদর সপ্তাহ শেষে বেড়ে দাঁড়িয়েছে ১২৯ টাকা ৫০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ২৮ লাখ ৮০ হাজার ২৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৩১ লাখ টাকা। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৭ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৬০০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে সাম্প্রতিক সময়ে শেয়ারদর বৃদ্ধি পওয়া এবং লেনদেন অস্বাভাবিকভাবে বাড়ার কারণে গত সপ্তাহে কোম্পানিটিকে কারণ ব্যাখ্যা করার নোটিস দেয় ডিএসই। যার জবাবে কোম্পানিটি জানিয়েছে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আজিজ পাইপসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৩ টাকা ৩৮ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৯ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ১ টাকা ৩৯ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সায়। লোকসানের রেশ কাটাতে না পারায় আগের বছরের মতো ২০২১-২২ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি আজিজ পাইপস। আলোচ্য হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরে এ লোকসান হয়েছিল ৮২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৩ টাকা ৬৩ পয়সা বা ৪৪৩ শতাংশ। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট লোকসান দাঁড়ায় ১৯ টাকা ৬০ পয়সায়। আগের হিসাব বছর শেষে এ দায় ছিল ১৫ টাকা ৯ পয়সায়। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি আজিজ পাইপস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৬ পয়সা। এর আগে ২০১৯-২০ হিসাব বছরের জন্য উদ্যোক্তা বাদে বাকি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৮-১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আজিজ পাইপস। ২০১৭-১৮ হিসাব বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। ২০১৬-১৭ হিসাব বছরেও একই হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

Share this news