আজ থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু ১০টায়
আজ মঙ্গলবার থেকে দেশের পুঁজিবাজারে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হবে, চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। ব্যাংকে লেনদেনের পরিবর্তিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে এ সময় সমন্বয় করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুসারে আজ সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশন শুরু হবে। দুপুর ২টা ২০ থেকে আড়াইটা পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন চলবে। স্টক এক্সচেঞ্জের দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।আজ থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। এর সঙ্গে সঙ্গতি রেখে ব্যাংকে লেনদেনের নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।ঘোষিত ওই সূচি অনুযায়ী মঙ্গলবার থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।