আজ চার কোম্পানির লেনদেন বন্ধ

Date: 2023-05-20 17:00:24
আজ চার কোম্পানির লেনদেন বন্ধ
আজ ২১ মে, রোববার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, আজ লেনদেন বন্ধ থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ইন্সুরেন্স এবং এসবিএসি ব্যাংক লিমিটেড।এদের মধ্যে সিটি ব্যাংকের আগের দিনের সমাপনী মূল্য ছিলো ২১ টাকা ৪০ পয়সা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গতকালের সমাপনী মূল্য ছিলো ৯ টাকা ৮০ পয়সা। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারের গতকালের ক্লোজিং দর ছিলো ৩৩ টাকা ৬০ পয়সা এবং এসবিএসি ব্যাংক লিমিটেডের শেয়ারের গতকালের ক্লোজিং দর ছিলো ১০ টাকা ৫০ পয়সা।রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।

Share this news