আজ আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজসোমবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানি দুটি হলো-ইউনিক হোটেল ও কৃষিবিদ সিড লিমিটেড। সভায় ৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি দুটি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।ইউনিক হোটেল লিমিটেডইউনিক হোটেলের পরিচালনা পর্ষদের সভা আজ সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা। যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ৩ টাকা ২৭ পয়সা।আগের বছর ২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ২৭ পয়সা।বাজারে গুঞ্জন রয়েছে, কোম্পানিটি এবছর রেকর্ড মুনাফা করেছে। যে কারণে এবছর কোম্পানিটির ডিভিডেন্ড বৃদ্ধি পেতে পারে।কৃষিবিড সীড লিমিটেডকৃষিবিড সীডের পরিচালনা পর্ষদের সভা আজ সোমবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। আগের বছর ২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫১ পয়সা।তবে সমাপ্ত ৩০ জুন, ২০২৩ অর্থবছরে কোম্পানিটির কোনো আর্থিক প্রতিবেদন ডিএসইতে পাওয়া যায়নি।