আজ আসছে ১০২ প্রতিষ্ঠানের ইপিএস

Date: 2023-01-29 16:00:20
আজ আসছে ১০২ প্রতিষ্ঠানের ইপিএস
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০২ প্রতিষ্ঠান আজ সোমবার বোর্ড সভা করবে। সভায় কোম্পানিগুলোর অক্টোবর-ডিসেম্বর ২০২২ সমাপ্ত বিভিন্ন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো হলো: ওরিয়ন ইনফিউশন, কোহিনুর কেমিক্যাল, অরিয়ন ফার্মা, জিকিউ বলপেন, ইস্টার্ন ক্যাবলস, ইন্দো বাংলা ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, গোল্ডেন হারভেস্ট, অনলিমা ইয়ার্ন, প্যাসিফিক ড্যানিমস, যমুনা অয়েল, অালিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, এসইএমএফবিএসএল গ্রোথ ফান্ড, বসুন্ধরা পেপার, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ড, স্কয়ার টেক্সটাইল, লুবরেফ, বিডি কম অনলাইন, কুইন সাউথ টেক্সটাইল, দুলামিয়া কটন, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, গ্রিনডেলটা মিউচুয়াল ফান্ড, এ আই বি এল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এএফসি এগ্রো, একটিভ ফাইন, জুট স্পিনার্স, ভিএফএস থ্রেড, স্টাইল ক্রাফট, সিলকো ফার্মা, ন্যাশনাল ফিল্ড মিল, দেশবন্ধু পলিমার, তশ্রিফা ইন্ডাস্ট্রিজ, এনার্জিপ্যাক, ড্রাগন সোয়েটার, এফ বি এফ আই এফ মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসিআই ফর্মুলেশন, বিডি থাই অ্যালুমিনিয়াম, নাভানা সিএনজি, অ্যাডভান্ট ফার্মা, এসিআই লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, ডেলটা স্পিনিং, মতিন স্পিনিং, মালেক স্পিনিং, সিলভা ফার্মা, একমি ল্যাবরেটরিজ, আর ডি ফুড, এপেক্স ট্যানারি, কেডিএস লিমিটেড, জেএমআই সিরিঞ্জ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সামিট পাওয়ার, আফতাব অটোমোবাইলস, জিবিবি পাওয়ার, হামিদ ফেব্রিক্স, আইটি কনসালটেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, মবিল যমুনা, ই জেনারেশন, একমি পেস্টিসাইড, পাওয়ার গ্রিড, কাশেম ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, জেমিনি সি ফুড, রহিম টেক্সটাইল, বারাকা পাওয়ার, বিডি অটোকার, বি এস আর এম স্টিল, বিএসআরএম লিমিটেড, ফার কেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস জেএমআই হসপিটাল, জেনেক্স ইনফোসিস, মুন্নু সিরামিক, খান ব্রাদার্স, মুন্নু এগ্রো মেশিনারিজ, সী-পারল হোটেল, ন্যাশনাল টি কোম্পানি, জেনারেশন নেক্সট, ডরিন পাওয়ার, গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট এবং এস্কোয়ার নিট।

Share this news