আজ ৩ প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন আজ রোববার (১১ ডিসেম্বর ২০২২) বন্ধ থাকবে। ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানগুলোর লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।প্রতিষ্ঠানগুলো হলো: ডমিনেজ স্টিল, মেঘনা পেট্রোলিয়াম এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস।প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডমিনেজ স্টিল ২ শতাংশ ক্যাশ, মেঘনা পেট্রোলিয়াম ১৫০ শতাংশ ক্যাশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস ৪০শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।রেকর্ড ডেটের আগে ০৭-০৮ ডিসেম্বর ২০২২ প্রতিষ্ঠানগুলো স্পট মার্কেটে লেনদেন করেছে। আগামীকাল সোমবার ১২ ডিসেম্বর ২০২২ প্রতিষ্ঠানগুলোর লেনদেন যথারীতি চালু হবে।