আজ ১১ কোম্পানির লেনদেন বন্ধ

Date: 2022-11-29 16:00:13
আজ ১১ কোম্পানির লেনদেন বন্ধ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি শেয়ার লেনদেন আজ বুধবার (৩০ নভেম্বর ২০২২) বন্ধ থাকবে। ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিগেুলো হলো: খান ব্রাদার্স পিপি ব্যাগ, পাওয়ার গ্রিড, বিডি সার্ভিস, ড্রাগন সোয়েটার, ন্যাশনাল টিউবস, প্রিমিয়াল লিজিং, সমরিতা হসপিটাল, এসোসিয়েটেড অক্সিজেন এবং জেএমআই হসপিটাল।এছাড়া, এসএমই খাতের দুই কোম্পানি- হলো আছিয়া সী ফুড, স্টার এডেসিভ তশরিফা ইন্ডাস্ট্রিজ।রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার ০১ ডিসেম্বর ২০২২ কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।

Share this news