আইটিসির লভ্যাংশ অনুমোদন
![আইটিসির লভ্যাংশ অনুমোদন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/3669/ITC-AGM.jpg)
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালট্যান্ট লিমিটেডের (আইটিসি) ২২ তম বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় শেয়ায়রহোল্ডারদের জন্য ০৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।এসময় সভার চেয়ারম্যান লিম কিয়া ম্যাং এর সভাপতিত্বে সভায় আইটিসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. কাজী সাইফুদ্দিন মুনির, ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর দাসগুপ্ত অসীম কুমার, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মো. কামাল উদ্দিন, এফসিএ, সিএফও শ্যামল কান্তি কর্মকার, কোম্পানি সচিব অনিন্দ্য সরকার এফসিএস সহ অন্যান্য পরিচালকবৃন্দ।