আইটি খাতে আগ্রহ বেশি

Date: 2023-01-03 16:00:16
আইটি খাতে আগ্রহ বেশি
নামমাত্র উত্থানের মধ্য দিয়ে গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল আইটি খাতের শেয়ারে। ফলে খাতটির শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। এরপর দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল সেবা ও আবাসন খাতের শেয়ার। গতকাল বিনিয়োগকারীদের আগ্রহের তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ছিল কাগজ ও মুদ্রণ এবং ভ্রমণ ও অবকাশ খাত। অপরদিকে পাট খাতের শেয়ারদর কমেছে সবচেয়ে বেশি।বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আইটি খাতের শেয়ার দর বেড়েছে ১ দশমিক ৯০ শতাংশ। এদিন খাতটিত মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৬টির দর বেড়েছে এবং ৪টি কমেছে ও বাকি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত ছিল। দ্বিতীয় স্থানে থাকা সেবা খাতে দর বেড়েছে ১ দশমিক ৪০ শতাংশ। খাতটিতে মোট ৪টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে ২টির দর বেড়েছে এবং ২টির অপরিবর্তিত ছিল। ১ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে কাগজ খাত তৃৃতীয় স্থানে ছিল। এ খাতে লেনদেনে ৬টি কোম্পানির মধ্যে ১টি দর বেড়েছে এবং ২টির কমেছে। চতুর্থ স্থানে থাকা ভ্রমণ খাতে দর বেড়েছে ১ শতাংশ। এছাড়া টেলিকমিউনিকেশন, সিমেন্ট, আর্থিক, মিউচুয়াল ফান্ড, ওষুধ ও রসায়ন, প্রকৌশলী এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে শেয়ারদর বৃদ্ধির বা কমার কোনো পরিবর্তন হয়নি।এদিকে গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় পাট খাতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে। খাতটিতে গতকাল শেয়ার দর কমেছে ১ শতাংশ। এরপর দর বেশি কমেছে সাধারণ বীমা এবং বস্ত্র খাতের শেয়ারে। খাত দুটিতে দশমিক ১০ শতাংশ শেয়ারদর কমেছে।অপরদিকে গতকাল লেনদেনের দিক থেকে সবচেয় বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। খাতটিতে গতকাল ডিএসইর মোট লেনদেনের ৩২ দশমিক ৩০ শতাংশ লেনদেন হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা প্রকৌশল খাতে ডিএসইর মোট লেনদেনের ৯ শতাংশ লেনদেন হয়েছে। ৮ দশমিক ৯০ শতাংশ লেনদেন হওয়া আইটি খাত রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা ব্যাংক খাতে ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৮০ শতাংশ লেনদেন হয়েছে।বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৮৫ দশমিক ০৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫২ দশমিক ২৩ পয়েন্টে এবং দুই হাজার ১৯২ দশমিক ১৬ পয়েন্টে।ডিএসইতে ১৯৮ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৫২ কোটি ৩৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১৪৬ কোটি ৫১ লাখ টাকার। ডিএসইতে ৩৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪টির বা ১৩ দশমিক ২৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৯টির বা ৩৫ দশমিক ৮৫ শতাংশের এবং ১৬৯টির বা ৫০ দশমিক ৯০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৯ দশমিক ৪৬ পয়েন্টে। সিএসইতে ১৭০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ৪১টির আর ১০২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news