আইসিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক আবু আহমেদ।বৃহস্পতিবার (২৯ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।অধ্যাপক আবু আহমেদ আগের চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়ার স্থলাভিষিক্ত হবেন।পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক অধ্যাপক আবু আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে পুঁজিবাজার ও অর্থনীতি নিয়ে নিয়মিত লেখালেখি করে আসছেন। বিশেষ করে যখন সংবাদপত্রগুলোতে পুঁজিবাজার তেমন গুরুত্ব পেত না, তখন থেকেই তিনি এই বাজার সম্পর্কে নিয়মিত লেখালেখির মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছেন। তিনি বাজারে ভাল শেয়ারের সরবরাহ বাড়ানো, বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানার কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসার পক্ষে সব সময় জোরালো দাবি জানিয়ে আসছেন।এর আগে গত মঙ্গলবার ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সুবর্ণ বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক।২০২৩ সালের নভেম্বরে তিন বছরের জন্য আইসিবির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন সুবর্ণ বড়ুয়া।