আইসিবির ক্ষমতায় উত্থানে শেয়ারবাজার!

Date: 2023-01-24 00:00:10
আইসিবির ক্ষমতায় উত্থানে শেয়ারবাজার!
ডিপোজিটরি ফান্ডকে শেয়ারবাজার বিনিয়োগ সীমার (এক্সপোজার লিমিট) বাহিরে রাখলে শেয়ারবাজারে আইসিবির ছয় হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ তৈরী হবে। আর শেয়ারবাজারে এত বড় তারল্য আসলে বাজার এখান থেকেই ইউটার্ন নিবে। এতে করে বর্তমানে বাজারে যেসকল শেয়ারদর ফ্লোর প্রাইসে অবস্থান করছে, তা ফ্লোর প্রাইস ভেঙ্গে উপরের উঠবে। অর্থাৎ এখন শেয়ারবাজারে বিনিয়োগ করলে এখান থেকে একটি ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।যার কারণে আইসিবির বিনিয়োগের সুযোগ বৃদ্ধির খবরে শেয়ারবাজার থেকে দীর্ঘদিন সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরাও এখন শেয়ারবাজারে বিনিয়োগ করতে শুরু করেছে। যার কারণে সূচকের সাথে ক্রমাগতই বাড়তে শুরু করেছে লেনদেন। এরই ফলে ফ্লোর প্রাইস ভাঙ্গতে শুরু করেছে কোম্পানিগুলোর শেয়ারদর।শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, আইসিবির বিনিয়োগের ক্ষমতা বৃদ্ধির খবরের কারণেই ক্রমাগত উত্থানে ফিরতে শুরু করেছে শেয়ারবাজার। সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে শুরু করেছে। এখনও আইসিবির বিনিয়োগ আসেনি। বাজারে আইসিবিরি এই বিনিয়োগ আসলে বাজার বর্তমান অবস্থান থেকে অনেক দূর এগিয়ে যাবে।জানা গেছে, ডিপোজিটরি ফান্ডের বাহিরেও রাষ্ট্রায়ত্ব বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বাংলাদেশ ব্যাংকের কাছে বিনিয়োগের জন্য এক হাজার কোটি টাকা ঋণ চেয়েছে।মঙ্গলবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ডিএসইতে ৬০৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০৯ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ একদিনে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৫ লাখ টাকার।এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৯১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭২ পয়েন্টে এবং ২২২৭ পয়েন্টে।ডিএসইতে আজ ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, শেয়ার দর কমেছে ১০১টির এবং ১৭৮টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৫৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দর বেড়েছে, কমেছে ৪৭টির এবং ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news