আইসিবি’র চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় সভা

Date: 2023-12-18 00:00:07
আইসিবি’র চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় সভা
পুঁজিবাজার উন্নয়নকল্পে আইসিবি’র বর্তমান চ্যালেঞ্জসমূহ ও উত্তোরণের উপায় অনুসন্ধানে ১৩ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) মধ্যে আইসিবি’র বোর্ড রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড.সুবর্ণ বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।সভায় আইসিবি’র আর্থিক কাঠামোর উপর বিস্তৃত আলোচনা হয়। এছাড়াও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন, বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, আইসিবি’র পরিচালনা বোর্ডের অন্যান্য পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Share this news